কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ এবারের বন্যায় জামালপুর জেলায় এক লাখেরও বেশি কৃষকের আবাদকৃত শস্য বিনষ্ট হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ (ডিএই) সূত্র জানায়, গত ২২ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বন্যায় জেলার ৭ উপজেলার ১৩ হাজার ২৫৮ হেক্টর জমিতে আবাদকৃত বিভিন্ন ফসল বিনষ্ট হয়।
এতে ১ লাখ ১৪৯ জন কৃষকের ১৩৫ কোটি ২৯ লাখ মূল্যের ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ডিএই সূত্র জানায়, এই বন্যায় কৃষি খাতে বেশি ক্ষতি হয়েছে সবজির। এতে ৩০ হাজার ২০ জন কৃষকের ৩ হাজার ৪৭০ হেক্টর জমির ৫৫ কোটি ৫১ লাখ টাকার সবজি বিনষ্ট হয়। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত সবজিগুলো হচ্ছে কাঁচ মরিচ, শশা, বেগুন, পেঁপে ও ঝিঙ্গা। ডিএই’র উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম জানান, পরবর্তী রবি শস্য মৌসুমে কৃষকদেরকে পুনর্বাসন সহযোগিতা দেয়া হবে।
কৃপ্র/ এম ইসলাম