কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বৃক্ষ কোনো ক্ষতি করে না, শুধু আমাদের উপকারই করে থাকে। । অথচ সে বৃক্ষকে প্রতিনিয়ত ক্ষতি করছি আমরা মানুষ। বিভিন্নভাবে মানুষ বৃক্ষকে ক্ষতিসাধন করে।
জানা যায়, ২০১৩ সালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় প্রায় ১০ হাজার বৃক্ষের ক্ষতি সাধন করে মানুষ। আন্দোলনের নামে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ বিভিন্ন উপসড়কে বৃক্ষ কেটে ক্ষতি সাধন করে এক শ্রেণীর মানুষ। এ ক্ষতি পুষিয়ে নিতে বৃক্ষ রোপনের উদ্যোগ গ্রহণ করে লোহাগাড়া উপজেলা পরিষদ।
২০১৪ উপজেলায় বৃক্ষ তুমি ক্ষমা কর প্রকল্প নাম দিয়ে উপজেলার আধুনগর গুল-এ-জার উচচ বিদ্যালয় নিকটস্থ চট্টগ্রাম-কক্সবাজার সড়কে গাছ রোপন শুরু হয়। উক্ত প্রকল্পের আওতায় শনিবার সকালে চুনতি এলাকায় গাছ রোপন উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। বৃক্ষের কাছে ক্ষমা চেয়ে জেলা প্রশাসক, ইউএনও, জনপ্রতিনিধি ও শিক্ষার্থী-এলাকাবাসীরা মিলে গাছ রোপন করে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ফিজনুর রহমান জানান, ২০১৪ সালে বৃক্ষদের কাছে ক্ষমা চেয়ে প্রথম পর্বের যে গাছ রোপন করা হয়েছে তা আমাদেরকে অক্সিজেন দিচ্ছে। এলাকায় উক্ত প্রকল্পের আওতায় গাছ রোপন অব্যাহত থাকবে বলে তিনি জানান।
সুত্রঃ কৃপ্র/ তাহেরা ইসলাম / এম ইসলাম