কৃষি প্রতিক্ষন প্রতিবেদক : দেশের জীববৈচিত্র্য রক্ষার উদ্দেশ্যে সংরক্ষিত ও প্রাকৃতিক বনাঞ্চলের গাছ কাটার ওপর আরোপিত বিধি-নিষেধ ২০২২ সাল পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।
সেক্ষেত্রে চলতি বছর শেষ হতে যাওয়া পুরনো সিদ্ধান্তগুলো আরো সাত বছর বাড়বে। তবে এটা ২০২৫ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করেছিল পরিবেশ ও বন মন্ত্রনালয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বৈঠকে কপ ২১ এর প্যারিস চুক্তি রেটিফিকেশনের বিষয় অনুমোদন দেওয়া হয়েছে।বৈঠকে ৫টি আইনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তবে মোট ১২টি বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
কৃপ্র/ কে আহমেদ/ এম ইসলাম