কৃষি প্রতিক্ষন খুলনা : ভালো নেই খুলনার চামড়া ব্যবসায়ীরা। কোরবানির ঈদের মাত্র কয়েক দিন বাকি থাকলেও এখনো চামড়া কেনার প্রস্তুতি নিতে পারেননি তারা। এতে ট্যানারী মালিকদের কাছে বিপুল অংকের টাকা বকেয়া, মূলধন সংকট ও ব্যাংক ঋণ না পাওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। শিল্পনগরী খুলনায় চামড়া ব্যবসার জন্য প্রতিষ্ঠান সংখ্যা ৩০টিরও বেশী। এখানকার ব্যবসায়ীরা চামড়া বিক্রি করেন ঢাকার ট্যানারী মালিকদের কাছে। কিন্তু এসব মালিকের কাছে বিপুল পরিমাণ টাকা বকেয়া থাকায় পুঁজি সংকটে পড়েছেন ছোট ব্যবসায়ীরা। অন্যদিকে ব্যাংক থেকেও মেলে না ঋণ। এজন্য অনেকটা বাধ্য হয়েই ধারদেনা কিংবা চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসার চাকা সচল রেখেছেন তারা।
ব্যবসায়ীরা জানান, বছরের পর বছর ধরে চলা সংকট তো কাটছেই না তারওপর চামড়ায় ব্যবহার করা লবনের মূল্য এবং পরিবহন খরচ ও শ্রমিকের মজুরি কেবল বাড়ছেই। ঈদে মৌসুমী ব্যবসায়ীদের কারণেও স্বস্তি নেই অনেকের। কারণ তারা অতিরিক্ত দরে চামড়া কেনায় বিপাকে পড়তে হয় নিয়মিত ব্যবসায়ীদের। এছাড়া দীর্ঘদিনেও নগরীতে চামড়া ব্যবসায়ীদের জন্য গড়ে উঠেনি আলাদা কোন মার্কেট। মালিকরা দোকান ছেড়ে দেয়ার জন্য প্রায়ই তাগাদা দেন বলে জানান ব্যবসায়ীরা। এমন সব সংকট নিরসনে সরকারের সহযোগিতা চেয়েছেন দক্ষিণের ব্যবসায়ীরা।
কৃপ্র/ কাজল/ কে আহমেদ/এম ইসলাম