কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) ২০১৬-১৭ অর্থবছরে ১৭৫০ কোটি টাকা কৃষি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। বিশেষ বাণিজ্যিক ব্যাংকটি ৩৭৮টি শাখার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টির জন্য রাজশাহী ও রংপুরের ১৬টি জেলার মধ্যে এ ঋণ প্রদান করবে।
১৭০০ কোটি টাকা ঋণ আদায় এবং ১১৯০ কোটি টাকা আমানত সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আউয়াল খান সোমবার বাসসকে একথা জানান।
সকল জোনাল ও শাখা ব্যবস্থাপকদেরকে ঋণ বিতরণ, সংগ্রহসহ ব্যবসায়িক কার্যক্রম আরো গতিশীল করতে বলা হয়েছে। তারা জাতীয় খাদ্য চাহিদা পুরণের জন্য কৃষি উৎপাদন বৃদ্ধি করতে কৃষকদের কার্যক্রম গতিশীল করতে নির্দেশনা দেবেন।
ব্যাংক পূর্ববর্তী অর্থবছরে একটি কর্মপরিকল্পনা গ্রহন করেছিল এবং তাতে তৃনমুল পর্যায়ে আতœ -নির্ভরশীল মূলক ও মুনাফা রোজগার প্রতিষ্ঠানে রুপান্তরিত করার নির্দেশনা প্রদান করা হয়। এই পরিকল্পনার অধিনে ২০১৫-১৬ অর্থবছরে ব্যাংক ১৬৩৬.৪২ কোটি টাকা ঋণ প্রদান করে। শ্রেনীকৃত ঋণ ৩৩২.২৫ কোটি টাকাসহ ১৯৪৫.৮৫ কোটি টাকা আদায় করে।
কৃপ্র/ এম ইসলাম