কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন। গত দুই দশকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু ও অন্তত ৫০ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধির ব্যাপক আশঙ্কা রয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে উপযুক্ত কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের সব পর্যায়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।
গতকাল রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) মিলনায়তনে কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের (সিসিসিপি) আওতায় ‘গভর্নমেন্ট নন-গভর্নমেন্ট কলাবোরেশন ইন ডিজাস্টার ম্যানেজমেন্ট বাংলাদেশ কনটেক্সট’ শীর্ষক এক অর্ধদিবস কর্মশালায় বক্তারা এসব কথা বলেন।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল করিম। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা বাংলাদেশের জন্য এ সময়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সঠিক প্রস্তুতি ও সরকারি-বেসরকারি সমন্বিত কর্মসূচির মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।
অনুষ্ঠানে মূল উপস্থাপনায় পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক (কার্যক্রম) মো. ফজলুল কাদের বলেন, জলবায়ু পরিবর্তনজনিত কারণে সৃষ্ট বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ২০৫০ সালের মধ্যে বাংলাদেশে বিপুল পরিমাণ বিনিয়োগ প্রয়োজন। ‘গত দুই দশকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রায় দুই লাখ মানুষের মৃত্যু ও অন্তত ৫০ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ ও ক্ষয়ক্ষতির পরিমাণ বৃদ্ধির সমূহ আশঙ্কা রয়েছে।
তিনি বলেন, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও জলবায়ু পরিবর্তনজনিত কারণে বিপদাপন্ন দরিদ্র জনগোষ্ঠীর পুনর্বাসন ও অভিযোজন সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ১৯৯৮ সাল থেকে এ পর্যন্ত বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে পিকেএসএফ প্রায় ৪৫০ কোটি টাকার আর্থিক সহায়তা প্রদান করেছে। তিনি আরো বলেন, দুর্যোগ প্রস্তুতি, আপত্কালীন জরুরি তত্পরতা এবং দুর্যোগপরবর্তী পুনর্গঠন ও পুনর্বাসন কর্মকাণ্ড পরিচালনায় বিভিন্ন বেসরকারি সংস্থার মাঠপর্যায়ে বিদ্যমান নেটওয়ার্ককে আরো কার্যকরভাবে ব্যবহার করতে পারে সরকার।
প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনার পিকেএসএফের ভূমিকার প্রশংসা করে প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ্ কামাল বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকার এরই মধ্যে বেশকিছু সফল পদক্ষেপ গ্রহণ করেছে। এসব পদক্ষেপের আরো কার্যকরভাবে বাস্তবায়ন এবং সুদূরপ্রসারী পরিকল্পনা প্রণয়নে সরকার ও পিকেএসএফের একসঙ্গে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।
কৃপ্র/ এম ইসলাম