কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ রাজশাহী বরেন্দ্র এলাকাসহ গোটা অঞ্চলের বর্তমান পানিসম্পদ সুরক্ষায় ও সংরক্ষণে প্রয়োজনীয়তা ভিত্তিক পানি আইন ও নীতি অপরিহার্য হয়ে উঠেছে।
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী বলেন, পানি সম্পর্কিত যে কোন আইন ও নীতি প্রণয়নে তৃণমূল পর্যায়ের স্টেকহোল্ডার এবং এক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা ও গবেষকদের কাছ থেকে পরামর্শ ও সুপারিশ গ্রহণ করা প্রয়োজন। তিনি বলেন, শুষ্ক এই এলাকায় ভূমির উপরিভাগ ও ভূগর্ভস্থ উভয় ক্ষেত্রে অস্বাভাবিকভাবে পানি হ্রাস পাওয়ার কারণে সৃষ্ট ঝুঁকির ফলে সময়োপযোগী নীতি প্রণয়নের কোন বিকল্প নেই।
বিএমডিএ সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ পানি আইন বাস্তবায়নে খসড়া পানি আইন ২০১৫’ শীর্ষক পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। দেশে উন্নয়নে কাজে লাগতে পারে এমন কার্যকর ও অর্থবহ আইন তৈরিতে স্টেকহোল্ডারদের কাছ থেকে মতামত ও পরামর্শ গ্রহণের লক্ষ্যে ওয়াটার রিসোর্সেস প্লানিং অর্গানাইজেশন (ডব্লিউএআরপিও) এবং ডাসকো যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।
ধারণাপত্র উপস্থাপনকালে ডব্লিউএআরপিও’র প্রকল্প পরিচালক ইঞ্জিনিয়ার রেজাউল করিম খসড়া পানি আইন ও ওয়াটার অ্যাক্ট সম্পর্কে তুলে ধরেন।
বিএমডিএ নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার আবদুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে ডাসকো (ডিএএসসিওএইচ) নির্বাহী পরিচালক আকরামুল হক, বিএমডিএ তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হুদা, প্রকল্প পরিচালক (কৃষি) এটিএম রফিকুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের পানি গবেষক রাজ্জাকুল ইসলাম বক্তব্য রাখেন।
কৃপ্র/ এম ইসলাম