কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ মিয়ানমারে বুধবার বিকেলে রিখটার স্কেলে ৬.৮ তীব্রতার একটি বড় সড় ভূমিকম্প আঘাত হানার পর বাংলাদেশ ও পূর্ব ভারতের বিভিন্ন অংশেও সেই তীব্র কম্পনের রেশ অনুভূত হয়েছে।
ভূমিকম্পের জেরে বাংলাদেশের রাজধানী ঢাকা ও পশ্চিমবঙ্গের কলকাতা-সহ একটা বিস্তীর্ণ এলাকা কেঁপে ওঠে, আতঙ্কে ওই দুই শহরের বহুতল ভবনগুলো থেকেই বহু মানুষ নিচে নেমে আসেন।
ভূমিকম্পটি বাংলাদেশে আঘাত হানে স্থানীয় সময় বিকেল ৪টে ৩৫ মিনিট ও ভারতে স্থানীয় সময় ৪টে ৫ মিনিট নাগাদ।
ইউ এস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল মিয়ানমারে চাউক শহরের ২৫ কিলোমিটার পশ্চিমে।
এই ভূমিকম্পে কেউ হতাহত হয়েছেন কি না বা কোনও বড় ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি।
গতকাল মঙ্গলবারেও বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছিল।
কৃপ্র/ এম ইসলাম