কৃষি প্রতিক্ষণ ঢাকাঃ ঢাকার পূর্বাঞ্চল এলাকায় যে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে তা আগামী বছর থেকে কমে আসবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে হাতে নেয়া হয়েছে ৫৫৮ কোটি টাকার প্রকল্প। এই প্রকল্পের কাজ শেষ হলে বাঁধের ভেতরের প্রায় ২০ লাখ মানুষ জলাবদ্ধতা থেকে থেকে মুক্তি পাবে। নগরবিদরা বলছেন, প্রকল্পের কাজ সফলভাবে করতে হলে প্রয়োজন জনসম্পৃক্ততার। ঢাকার পূর্বাঞ্চল এলাকা। প্রধানত নিচু ভূমি হওয়ায় বর্ষা মৌসুমে পানি জমে যায়। থৈ থৈ পানিতে প্লাবিত হয় বেশ কিছু এলাকা।
কৃষি সেচের জন্য এ এলাকার শিমরাইলে ১৯৬২ সালে গড়ে তোলা হয় একটি পাম্প হাউজ। ১২৮ কিউসেক পানি অপসারণের ক্ষমতা থাকলেও যন্ত্রাংশ পুরাতন হয়ে যাওয়ায় তা এখন আর তেমন কোন কাজে আসে না। অল্প বৃষ্টিতেই বাঁধের ভেতরের এলাকা হয় প্লাবিত।
এই অবস্থায় গত ৯ই আগস্ট জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায়, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা অর্থাৎ ডিএনডি বাঁধ এলাকায় জলাবদ্ধতা কমিয়ে আনতে ৫৫৮ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়। প্রকল্পের আওতায় শিমরাইল ও আদমজীনগরে আরো দুটি নতুন পাম্পহাউজ বসানো হবে। এতে থাকবে ১৯৫ কিউসেক পানি নিষ্কাশন ক্ষমতার ১৩টি পাম্প।
একইসাথে ফতুল্লা, পাগলা ও শ্যামপুরে আরো ৩টি পাম্পিং প্ল্যান্টে ২৪টি পাম্প বসানোরও পরিকল্পনা করা হয়। এই তিনটি প্ল্যান্টের ২২টি ১০ কিউসসেকের ও বাকি ২টিতে পানি অপসারণের ক্ষমতা হবে ৫ কিউসেক। এতে করে বর্তমান জলাবদ্ধতা পরিস্থিতি আমূল বদলে যাবে বলে মনে করছেন পানি উন্নয়ন বোর্ড।
কৃপ্র/ এম ইসলাম