কৃষি প্রতিক্ষন রাজবাড়ী : রাজবাড়ী জেলার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ২২ টি কোরবানীর গরু বোঝাই একটি ট্রলার ডুবে গেছে। এ সময় ট্রলারে থাকা ব্যাবসায়ী, রাখাল ও ট্রলার চালকরা সাঁতরে তীরে উঠলেও ১৩টি গরুর খোঁজ মেলেনি ।
দৌলতদিয়া ১ নং ফেরী ঘাট সংলগ্ন ট্রলার ঘাটে রোববার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।পরে দৌলতদিয়া নৌ পুলিশ ও স্থানীয়রা ৮টি জীবিত গরু ও ১টি মৃত গরু উদ্ধার করেছে।
গরু ব্যাবসায়ীরা জানান, তারা যশোর থেকে ২২টি গরু নিয়ে দৌলতদিয়া থেকে ট্রলার যোগে পাটুরিয়ার উদ্দেশে রওনা হন ।
ঘাট থেকে আনুমানিক শত গজ দূরে গেলেই প্রবল স্রোতে ট্রলারটি ডুবে যায়। গরু ব্যাবসায়ী আলাউদ্দিন গাবি করেন তার ১২ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে । দৌলতদিয়া নৌ পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মোঃ মহসিন মিয়া জানান, নিখোঁজ ট্রলারের সন্ধান চলছে।
কৃপ্র/ রিংকু /কে আহমেদ