কৃষি প্রতিক্ষন ডেস্ক : ভরা মৌসুমে নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ইলিশের দেখা মিলছে না। এনিয়ে মৎস্যজীবীদের মধ্যে দেখা দিয়েছে হতাশা। পরিবারের ভরণ পোষণ ও মহাজনের দাদনের টাকা পরিশোধ নিয়ে দিশেহারা তারা। খবর চ্যানেল ২৪ অনলাইনের ।অন্যান্য বছর এ সময় দ্বীপ উপজেলা হাতিয়ার ঘাটগুলোতে মাছের ব্যাপারি, আড়ৎদার ও রপ্তানিকারকদের হাঁকডাকে মুখর থাকতো। এবার ইলিশের আকাল, তাই ঘাটগুলোও জমছে না। জাল নৌকায় পুঁজি খাটিয়ে লাভের মুখ দেখছে না মালিকরা। একই অবস্থা আড়ৎদারদের। মাছ না পাওয়ায় দেনায় ডুবছে জেলেরা।
জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে মাছ ধরার সময়ে পরিবর্তন এসেছে। জেলা মৎস্য অফিসের হিসেবে নোয়াখালীতে মৎস্যজীবী ৪০ হাজার। এরমধ্যে নিবন্ধিত জেলে ২৫ হাজার।
কৃপ্র/ কে আহমেদ/এম ইসলাম