কৃষি প্রতিক্ষন দিনাজপুর : কোরবানী সামনে রেখে পশু পালনে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। কোনো প্রকার হরমোন ছাড়াই প্রাকৃতিক খাদ্যের মাধ্যমে গরু মোটাতাজা করছেন তারা। তবে তাদের অভিযোগ, সঠিকভাবে গরু মোটাতাজাকরণ ও পরিচর্যায় প্রাণীসম্পদ কর্মকর্তারা কোনো প্রকার সহযোগিতা করেন না। এদিকে, ভারত থেকে গরু আসবে না, এমন ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছেন খামারীরা।
গরু উৎপাদনে উদ্বৃত্ত জেলা হিসেবে পরিচিত দিনাজপুর । স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার গরু পাঠানো হয় দেশের বিভিন্ন স্থানে।ঈদ ঘিরে জেলার খামারিতে ব্যস্ততা বেড়েছে । প্রাকৃতিক উপায়ে গরু মোটাতাজাকরণে ব্যস্ত সময় পার করছেন খামারিরা। তাদের অভিযোগ, এ কার্যক্রমে প্রাণিসম্পদ কর্মকর্তাদের কোনো সহযোগিতা পাচ্ছেন না তারা। এ বিষয়ে কথা বলতে রাজি হননি প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তারা।
এদি কে, চোরা পথে ভারতীয় গরু আসা বন্ধ থাকায় এবার ভালো দাম পাওয়ার আশা করছেন জয়পুরহাটের খামারীরা। এবার ক্ষতিকর ওষুধের ব্যবহার তেমন হয়নি বলেও জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। আর ঈদের আগে গরু চোরাচালান বন্ধে সীমান্তে নিরাপত্তা বাড়ানোর কথা জানিয়েছেন বিজিবির কর্মকর্তারা।এ কার্যক্রম ঈদ পর্যন্ত চলবে বলে আশা স্থানীয় খামারিদের।
কৃপ্র/ রিপন/ কে আহমেদ