কৃষি প্রতিক্ষন ডেস্ক : ভারত ফারাক্কা বাঁধের সব কটি গেট খুলে দেয়ায় পদ্মা নদীর পানি বেড়ে হুমকির মুখে পড়েছে রাজশাহী শহর রক্ষা বাঁধ। চরাঞ্চল প্লাবিত হয়ে পানিতে আটকে দুর্ভোগ পোহাচ্ছে ৪০ হাজারেরও বেশি মানুষ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৪৫টি গ্রাম তলিয়ে গেছে। রাজবাড়ীতে নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে। রাজশাহীতে উজান থেকে নেমে আসা বন্যার পানিতে শহর রক্ষা বাঁধ হুমকির মুখে পড়েছে। পদ্মা পাড়ের চরাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে।
গোদাগাড়ী, পবা, বাঘা ও চারঘাট উপজেলার কয়েক শ’ পরিবার পানিতে আটকে দুর্ভোগ পোহাচ্ছে। ডুবে গেছে ঘর বাড়ি, ফসলি জমি। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট।
প্রতিদিন বাড়লেও পদ্মার পানি এখনও বিপদ সীমার কাছ দিয়ে বইছে। পানি আরো বাড়তে পারে বলে আশংকা রাজশাহীর পানি উন্নয়ন বোর্ডের। পদ্মায় পানি বাড়ায় রাজবাড়ীতেও প্রভাব পড়তে শুরু করেছে। তীব্র স্রোতে নদী ভাঙ্গন ভয়াবহ আকার ধারণ করেছে। ভাঙ্গনের তীব্রতায় শহর রক্ষা বেড়ি বাঁধ হুমকির মুখে পড়েছে। বসতবাড়ী, স্কুল, মসজিদ, কবরস্থানসহ কোনো স্থাপনাই বাদ যাচ্ছে না ভাঙ্গন থেকে।
ফারাক্কার পানিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ৬ ইউনিয়নের ৪৫ টি গ্রাম তলিয়ে গেছে। গ্রামের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানই পানিতে ডুবে থাকায় শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। সেখানে পদ্মার পানি বেড়ে বিপদ সীমার ১২ সেন্টিমিটার নিচ দিয়ে বইছে।
কৃপ্র/ কে আহমেদ/এম ইসলাম