কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ আমাগো ঘরবাড়ি সব তলাই গেছে। কুচুরি দিয়া ধাপ বানাইয়া এখন আমরা তার উপর হাঁস-মুরগি, গরু-ছাগল নিয়ে থাকি। এই ধাপের উপর রান্দিবারি, ধাপের উপর খাই”— এভাবেই কথাগুলো বলেন কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নের রামনগর গ্রামের দুলাল বালার স্ত্রী সুনীতি বালা। উপজেলার ১২টি ইউনিয়নসহ পৌর এলাকার নিম্নাঞ্চলের একই অবস্থা। গত দু’দিনের ভারি বর্ষণ ও জোয়ারের পানিতে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। খবর ইত্তেফাক অনলাইনের।
আর এর ফলে প্লাবিত এলাকায় জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে। পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার প্রায় ৫০ হাজার লোক। ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। নষ্ট হয়ে গেছে গ্রামীণ রাস্তা। বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার রাস্তা ও মাঠ পানিতে তলিয়ে যাওয়ায় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের পূর্নবতী গ্রামের অলিউল্লাহ হাওলাদার বলেন, আমার ছয়টি মাছের ঘের পানিতে তলিয়ে গেছে। এতে আমার প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ব্যাংক থেকে লোন ও ধারদেনা করে ঘেরে মাছ চাষ করেছিলাম। এখন কি করবো, কিভাবে দেনার টাকা পরিশোধ করবো ভেবে পাচ্ছি না।
উপজেলা নির্বাহী অফিসার জিলাল হোসেন বলেন, হঠাত্ বৃষ্টিতে পানি বেড়ে যাওয়ায় উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। প্লাবিত এলাকার লোকজনকে সকল প্রকার সাহায্যে করবো।
কৃপ্র/ এম ইসলাম