কৃষি প্রতিক্ষণ কক্সবাজার : বঙ্গপোসাগরে বেড়েছে জলদস্রুদের তৎপরতা। এতে আতঙ্কে রয়েছে জেলে ও ট্রলার মালিকরা। এ অবস্থায় জেলা ফিশিং বোট মালিক সমিতি জেলেদের নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুল খালেক বলেছেন, কোস্ট-গার্ড ও নৌবাহিনীর টহল জোরদার করা হলে জেলেরা নির্বিঘ্নে সাগরে মাছ ধরতে পারবে। মৎস্য অফিসসূত্রে জানা যায়, জেলায় নিবন্ধিত জেলে রয়েছে ৪২ হাজার এবং যান্ত্রিক ও অযান্ত্রিক ফিশিং বোটের সংখ্যা ৪ হাজার ৭’শ।
জেলেদের ভাষ্য মতে, বর্ষা মৌসুমের শেষের দিকে বঙ্গোপসাগরে মাছ ধরার ভরা মৌসুম শুরু হয়। গত সপ্তাহে মাছ ধরার ট্রলারগুলো উপকূল ছেড়ে যাওয়ার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে জেলেদের সাগরে যাত্রা কিছুটা বিঘ্নিত হয়। তাই এখন কক্সবাজার উপকূলে জেলেদের মাঝে বেড়েছে কর্ম ব্যস্ততা। প্রতিটি ট্রলারে চলছে সাগরে যাওয়ার প্রস্তুতি। কিন্তু তারপরও জেলে ও ট্রলার মালিকদের মধ্যে বিরাজ করছে জলদস্যু আতঙ্ক।
কৃপ্র/ ক.প্র/ কে আহমেদ/ এম ইসলাম