কৃষি প্রতিক্ষণ চট্টগ্রাম : মাত্র পনেরো দিনের ব্যবধানে দ্বিগুন চেয়েও বেশী বেড়ে গেছে আদার দাম। কোরবানীতে বাড়তি চাহিদা থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে । দুই সপ্তাহ আগে যেখানে এই পণ্যটির দাম ছিল ২১ থেকে ২৮ টাকা বর্তমানে তা বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকায়। দামের উর্দ্ধগতির পেছনে কম আমদানীকে দূষছেন ব্যবসায়ীরা।
তবে দাম বাড়লেও বাজারে সংকটের কোন সম্ভাবনা নেই বলে জানিয়েছেন তারা। এছাড়া কিছুটা কমেছে উর্দ্ধমুখী অবস্থায় থাকা রসুনের দাম। আদা কোরবানীর ঈদে চাহিদা বেড়ে যাওয়া পণ্যগুলোর অন্যতম। বেশকিছু দিন নিম্নমুখী থাকার পর একলাফে এই পণ্যটির দাম যেন আকাশ ছোঁয়া।
দুই সপ্তাহের ব্যবধানে চট্টগ্রামের খাতুনগঞ্জে আদার দাম বেড়েছে দ্বিগুনেরও বেশী। তাতে এখন এই পণ্যটি কেজিপ্রতি বিক্রি হচ্ছে মানভেদে ৫৫ থেকে ৬২ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, গত কয়েকমাস ধরে কেনা দামের চেয়ে কমে আদা বিক্রি করেছেন আমদানীকারকরা। ফলে কাঁচা ও পচনশীল এই পন্যে ব্যবসায়িক ক্ষতির আশংকায় নতুন করে অনেকে এলসি খুলেননি, তাই এখন চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কমে গিয়ে বেড়ে গেছে দাম। আদার বাজার এমন ফুলে উঠলেও স্বস্তি ফিরছে রসুনের বাজারে।
বেশকিছুদিন ধরে উর্দ্ধমুখী রসুনের বাজার কমতে শুরু করেছে আস্তে আস্তে। গত সপ্তাহের তুলনায় কেজিতে কমেছে তিন থেকে পাঁচটাকা। অনেকটাই স্থিতিশীল পেঁয়াজের দাম। আসছে কোরবানীতে দাম কমার তেমন কোন সম্ভাবনা না থাকলেও বাজারে সংকটেরও কোন শংকা নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
কৃপ্র/ বিকাশ/ কে আহমেদ/এম ইসলাম