কৃষি প্রতিক্ষণ ডেস্ক : এবার দেশেই উৎপাদন হয়েছে পর্যাপ্ত গরু। স্থানীয় খামারীদের দাবি কোরবানীর পশুর চাহিদা দেশীয় উৎপাদনেই মেটানো সম্ভব। তারা ভারতীয় গরু প্রবেশ ঠেকানোর দাবি জানিয়েছেন। এদিকে অবৈধভাবে গরু আনা বন্ধে সীমান্তে টহল বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)।
অন্যবার ঈদের আগে বেনাপোলের খাটালে ভারতীয় গরুতে ভরে যেত। এবারের চিত্র একেবারেই উল্টো।আগের মতো আসছে না ভারতীয় গরু। চাহিদা থাকায় দেশেই বেড়েছে উৎপাদন। ঈদের আগে দেশি গরুতে সরগরম মেহেরপুর ও সাতক্ষীরার হাট।
সরকারি অভিযানের পর পশু মোটাতাজা করার প্রবণতাও কমেছে এবার। ফরিদপুর, জয়পুরহাট ও ঝিনাইদহের খামারীরা জানিয়েছেন, প্রাকৃতিক খাবার খাওয়ানো এসব গরুর চাহিদাও অনেক বেশি।
প্রাণিসম্পদ কর্মকর্তা বলছেন, সীমান্ত দিয়ে গরু আনা বন্ধ হলে লাভের মুখ দেখবে দেশীয় খামারী। উৎপাদনেও বাড়বে আগ্রহ।ভারতীয় গরু আনা বন্ধে সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কৃপ্র/ কে আহমেদ/ এম ইসলাম