কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ১শ’ ৩৫টি রাস্তায় এক ঘণ্টায় আড়াই লাখ গাছের চারা রোপন করেছে উপজেলার প্রশাসন। আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত তারাগঞ্জ উপজেলা প্রশাসন ‘সবুজ তারাগঞ্জ গড়ি’কর্মপরিকল্পনার আওতায় গাছগুলো রোপণ করা হয়।
এসময় স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার প্রায় ৩৫ হাজার মানুষ ১শত ৫৩টি রাস্তার ধারে ৪০ প্রজাতির ফল, ফুল ও ওষুধি গাছ লাগান। কর্মপরিকল্পনা বাস্তবায়নে উপজেলার পাঁচটি ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের নারী-পুরুষরা এতে অংশ নেন। এসময় উপস্থিত ছিলেন- জনপ্রতিনিধি, মসজিদের ইমাম, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতাকর্মী এবং কৃষকসহ বিভিন্ন পেশার মানুষ।
উপস্থিত ছিলেন,রংপুর বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ,জেলা প্রশাসক রাহাত আনোয়ার,উপজেলার চেয়ারম্যার আনিছুর রহমান,নির্বাহী কর্মকর্তা মোছা. জিলুফা সুলতানা, মো. ফেরদৌস করিম ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, রংপুর ম্যানেজার, কৃষি অফিসার রেজাউল করিম,প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম।
কৃপ্র/ এম ইসলাম