কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ আখ বীজ স্থাপনের মাধ্যমে ২০১৬-১৭ আখ রোপন মৌসুমের কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার জগতি চিনিকল সংলগ্ন এলাকায় চাষী সমাবেশে কৃষক আব্দুর রাজ্জাকের এক একর জমিতে বীজ স্থাপনের মাধ্যমে আখ মৌসুমের উদ্বোধন করা হয়। আগামী ৪৫ দিনের মধ্যে স্থাপনকৃত বীজ স্থানান্তর ও জমিতে রোপন উপযোগী হবে।
এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ খাদ্য ও চিনি শিল্প কর্পোরেশনের উপ-মহাব্যবস্থাপক (সম্প্রসারণ) বজলুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।অন্যান্যের মধ্যে চিনিকলের ব্যবস্থাপক মিজানুর রহমান, জেনারেল ম্যানেজার (কৃষি) আবদুল কাদের, উপ-মহাব্যবস্থাপক শেখ শোয়েবুর রহমান, মুন্সি মোহাম্মদ খলিল, সদর উদ্দিন, চিনিকল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক তারিক হাসান ও আখ চাষী সমিতির সভাপতি আলম হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কৃপ্র/ এম ইসলাম