কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কেনাবেচা তেমন শুরু না হলেও গরু-ছাগল আমদানিতে জমে উঠছে রাজশাহীর বিভিন্ন কোরবানির হাট। রাজশাহীর হাটগুলোতে এবার দেশী গরুর আমদানি তুলনামূলক অনেক বেশি হলেও দাম বৃদ্ধির কারণে এখনও কেনাবেচা তেমন জমেনি। শুধু রাজশাহী জেলার বিভিন্ন খামারে কোরবানিযোগ্য পশু রয়েছে চাহিদার তুলনায় ৭০ হাজারের বেশি। তবে হাটে দাম চড়া হওয়ায় অনেকে আগ্রহ নিয়ে হাটে গেলেও ফিরে আসছেন।
রাজশাহী প্রাণিসম্পদ অধিদফতরের তথ্য অনুযায়ী, জেলায় ৩ লাখ ২৩ হাজার ৬৮৪টি কোরবানিযোগ্য পশু আছে। এর মধ্যে গরু ৫৪ হাজার, ছাগল ২ লাখ ৫৪ হাজার ৪৫০টি, মহিষ এক হাজার ২৩৪টি ও ভেড়া ১৪ হাজার। জেলায় কোরবানির পশুর চাহিদা দুই লাখ ৫৩ হাজারের মতো। এছাড়াও এসব পশুর সঙ্গে যুক্ত হচ্ছে সীমান্ত থেকে আনা ভারতীয় গরু।
রাজশাহী কাস্টম ও এক্সাইজ ভ্যাট কমিশনার ড. আবদুল মান্নান সিকদার বলেন, প্রতিদিন রাজশাহী অঞ্চলের ৯টি করিডরে দেড় থেকে দুই হাজার গরু-মহিষ ছাড়পত্র নেয়। গেল জুলাই মাসে ৯টি করিডরে ৪০ হাজার ৮৬৫টি গবাদি পশু ছাড়পত্র নেয়। পশু বেশি মজুদ থাকলেও কোরবানির হাটগুলোতে পশুর দাম আকাশছোঁয়া।
রাজশাহীর সিটি হাটে গিয়ে দেখা যায়, ছোট আকারের গরুর দাম হাঁকানো হচ্ছে ৪০ থেকে ৪৫ হাজার টাকা, মাঝারি সাইজের গরু ৫০ থেকে ৭৫ হাজার টাকা আর বড় সাইজের গরু ৮০ হাজার টাকা থেকে দেড় লাখ পর্যন্ত। এদিকে হাটগুলোতে গরুর পাশাপাশি ছাগলের দামও চড়া। ছোট সাইজের ছাগল ৮ থেকে ১০ হাজার টাকা, মাঝারি সাইজের ছাগল ১২ থেকে ২০ হাজার টাকা ও বড় সাইজের ছাগল ২২ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।
কৃপ্র/ এম ইসলাম