কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ নড়াইল জেলার লোহাগড়ার মধুমতি নদীর পানি বৃদ্ধি পেয়েছে। ফলে কোটাকোল ইউনিয়নে ঘাঘার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ভাঙন দেখা দিয়েছে। পানির স্রোতে উপজেলার পাঁচটি ইউনিয়নের অর্ধশতাধিক গ্রাম ও মাঠের ফসল প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পানি উন্নয়ন বোর্ড নড়াইল কার্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওই এলাকা মধুমতি নদীতে বিলীন হলে ওই বছরই পুনরায় নতুন করে তার পাশে মাটি দিয়ে বাঁধ তৈরি করা হয়। চলতি বছর বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ঘাঘা এলাকায় প্রায় আধা কি.মি অংশে বাঁধের পাঁচ জায়গায় মধুমতী নদীতে বিলীন হতে চলেছে। বাঁধের অধিকাংশ জায়গায় অর্ধেকের বেশি অংশ নদীতে গেছে বাকি অংশে ফাটল ধরেছে। দুটি জায়গায় বাঁধের উত্তর পাশ দিয়ে পাউবো বালুর বস্তা সাজিয়ে পানি ঠেকানোর প্রস্ততি নিয়েছে। কোনো কোনো জায়গায় তীব্র স্রোত থাকায় পানিতে পাক খাচ্ছে।
ইউপি চেয়ারম্যান হিমায়েত হোসেন বলেন, অর্ধশতাধিক গ্রামের মানুষকে বাঁচাতে হলে নতুন বাঁধ নির্মাণ করে পানি ঠেকানোর পাশাপাশি ভাঙন রোধে ব্যবস্থা নিতে হবে। পাউবোর লোহাগড়া উপজেলার দায়িত্ব প্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলী এএইচএম আল জহির বলেন, যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে এলাকায় পানি ঢুকতে পারে। এতে এলাকায় সর্বনাশ হয়ে যাবে। তাই পানি ঠেকানোর চেষ্টা হচ্ছে।
কৃপ্র/ এম ইসলাম