কৃষি প্রতিক্ষণ ঢাকাঃ কোরবানির পশুর কাঁচা চামড়ার দাম নির্ধারণ করার জন্য চামড়া ব্যবসায়ীদের আগামী ৪৮ ঘণ্টা সময় দিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।আজ সোমবার সচিবালয়ে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। জনগণ যেন চামড়ার ন্যায্যমূল্য পায় তা নিশ্চিত করতে ব্যবসায়ীদের ‘বাস্তবসম্মত’ দাম নির্ধারণেরও পরামর্শ দেন বাণিজ্যমন্ত্রী।
নির্দেশ অনুযায়ী, ৪৮ ঘণ্টার মধ্যে চামড়ার দাম নির্ধারণ করে তা বাণিজ্য সচিবকে অবহিত করবেন ব্যবসায়ীরা। পরে বাণিজ্য সচিব তা অনুমোদন করলে ব্যবসায়ীরা নির্ধারিত দাম ঘোষণা দিবেন। এদিকে বৈঠকে চামড়া ব্যবসায়ীরা রাজধানীর হাজারীবাগে চামড়া প্রবেশে আরও তিন মাস সময় চেয়েছেন। জবাবে বাণিজ্যমন্ত্রী তাদের জানিয়েছেন, তিনি বিষয়টি নিয়ে শিল্পমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন।
কৃপ্র/ এম ইসলাম