কৃষি প্রতিক্ষণ চট্টগ্রাম : বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। ভরা মৌসুমের শুরুতে সাগরে ইলিশ মাছ ধরা পড়ায় খুশি জেলেরা। এতে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ীদের মধ্যে। জেলা মৎস্য কর্মকর্তার দাবি, সরকারের বিভিন্ন পরিকল্পনার কারণে দিন দিন সাগরে ইলিশের উৎপাদন বাড়ছে। বঙ্গোপসাগরে এখন মাছ ধরার ভরা মৌসুম। দুই সপ্তাহ ধরে সাগরে গেছে কক্সবাজারের কয়েক হাজার জেলে। তাদের জালে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ। যা নিয়ে জেলেরা ফিরছে উপকূলে। ফলে সরগরম শহরের একমাত্র মৎস্য অবতরণ কেন্দ্রটি। আর মৌসুমের শুরুতে কাঙ্ক্ষিত পরিমাণে মাছ ধরা পড়ায় খুশি জেলেরা।
মৎস্য অবতরণ কেন্দ্র থেকে বরফ দিয়ে প্যাকেটজাত করা ইলিশ রাজধানীসহ দেশে বিভিন্নস্থানে সরবরাহ করা হচ্ছে। এতে ব্যবসায়ীরা দারুণ খুশি। শুধু কক্সবাজার নয়, মহিপুর-পাথরঘাটা ও বরিশালে কক্সবাজারের জেলেরা ইলিশ নিয়ে উপকূলে যাচ্ছে বলে জানালেন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবস্থাপক শরিফুল ইসলাম। জেলা মৎস্য কর্মকর্তা অমিতোষ সেন জানালেন, সরকারের বিভিন্ন পরিকল্পনার কারণে দিন দিন সাগরে ইলিশের উৎপাদন বাড়ছে। বর্তমানে আকার বেধে মণ প্রতি ইলিশ বিক্রি হচ্ছে ১২ থেকে ৩০ হাজার টাকায়। জেলেরা বলছে ইলিশের মৌসুম চলবে অক্টোবর পর্যন্ত।
কৃপ্র/জহুরুল/কে আহমেদ