কৃষি প্রতিক্ষণ রাঙ্গামাটি : রাঙ্গামাটির পাহাড়ে উৎপাদিত মসলা জাতীয় পণ্য, বিলাতি ধনে পাতার সুনাম সর্বত্র। পাহাড়ি জমিতে প্রতিবছর বিলাতি ধনে পাতার চাষ করে আসছে শত শত ক্ষুদ্র নৃ গোষ্ঠির মানুষ। কিন্তু এবছর বিলাতি ধনে পাতার উৎপাদন বেশি হলেও দাম পাচ্ছেন না কৃষকরা। তাদের দাবি উৎপাদন খরচের তুলনায় দাম কম। প্রতি বর্ষা মৌসুমে রাঙ্গামাটির পাহাড়ি জমিতে বিলাতি ধনেপাতার চাষ করে আসছে কৃষকরা। তাতে অনেকেই এখন স্বাবলম্বী।
অল্প পুঁজিতে বেশি লাভ। তাই এবারও জেলার সাপছড়ি, ওয়াগ্গা ও শীতলছড়িসহ বিভিন্ন এলাকায় চাষ হয়েছে ধনে পাতার। তাতে ফলনও হয়েছে বেশ ভাল। তবে উৎপাদন খরচের তুলনায় ন্যায্যমূল্য পাচ্ছে না বলে অভিযোগ কৃষকদের। এবার জেলায় ধনেপাতার চাষ হয়েছে ২০ হেক্টর জমিতে। এখানকার উৎপাদিত ধনেপাতা রাঙ্গামাটি শহর ছাড়াও যায় বিভিন্ন এলাকায়। তবে ন্যায্য দাম পাওয়ার ব্যাপারে কৃষকদের অভিযোগ নিয়ে দুই ধরনের মত আছে কৃষি বিভাগে। পার্বত্য এলাকায় ধনে পাতা চাষের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে কৃষকদের সহজ শর্তে ঋণসহ প্রয়োজনীয় সহায়তা দেয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা।
কৃপ্র/রাপ্র/কে আহমেদ/এম ইসলাম