কৃষি প্রতিক্ষণ ব্রাহ্মণবাড়িয়া : জেলার তিতাস নদীতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার প্রাণের উৎসব নৌকা বাইচ। শরতের পড়ন্ত বিকেলে রুপালী ঢেউয়ের উচ্ছল তিতাসের বুকে বাহারি নৌকার এ বাইচ, নদী পাড়ের মানুষকে নিয়ে যায় এক অপার্থিব আনন্দলোকে। এমন আয়োজনে দারুণ খুশি স্থানীয়রা। এ আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকুক এমনটাই চান তারা
শহরের ব্যস্ত জীবন আর অপসংস্কৃতির দৌরাত্ম্য দিনদিন হারিয়ে যাচ্ছে বাঙ্গালির প্রাণের উৎসব নৌকা বাইচ। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে শরতের পড়ন্ত বিকেলে শহরের তিতাস নদীতে আয়োজন করা হয় জমকালো নৌকা বাইচের। মাঝি মাল্লাদের লগি বৈঠা নিয়ে এ লড়াই দেখতে সকাল থেকেই তিতাসের পাড়ে ভিড় করেন অসংখ্য দর্শক।
জমকালো এ আয়োজন দেখা আনন্দে নেচে ওঠেন দর্শকরা। প্রতিবছর এমন আয়োজনের অনুরোধ জানান তারা। দীর্ঘ এক বছর পর ছলাৎ ছলাৎ শব্দে আবারো তিতাস পাড়ে গর্জে উঠেছিলো সুন্দইরা মাঝিদের বৈঠা। এমন আয়োজনে অংশ নিতে পেরে দারুণ খুশি মাঝিরা।
এমন আয়োজনে ভবিষ্যতে থাকবে বলেও জানান আয়োজকরা। উত্তেজনাপূর্ণ এ নৌকা বাইচে ১৩টি নৌকা অংশ নেয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ বাইচে প্রথম হয়েছে সরাইল উপজেলার ক্শেমতা পুরের শাপলা বয়েজ ক্লাব। দ্বিতীয় হয়েছে হরিপুরের ফারুক মিয়ার নৌকা।
কৃপ্র/ মিন্টু / কে আহমেদ