কৃষি প্রতিক্ষণ খুলনা : অব্যাহত লোকসানের মুখে চামড়া ব্যবসা থেকে সরে এসেছেন খুলনার অনেক ব্যবসায়ী। ঈদুল আযহার আর মাত্র কয়েক দিন বাকি থাকলেও এখনো চামড়া কেনার প্রস্তুতি নিতে পারেননি তারা। ট্যানারি মালিকদের কাছে বিপুল অংকের টাকা বকেয়া, মূলধন সংকট ও ব্যাংক ঋণ না পাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা।
সারা বছর অল্প-স্বল্প ব্যবসা করে বড় লাভের জন্য ঈদুল আজহার দিকে তাকিয়ে থাকেন খুলনার কাঁচা চামড়া ব্যবসায়ীরা। কোরবানির পর মাঠ পর্যায় থেকে ক্রয় করে খুলনার ব্যবসায়ীরা রাজধানীর ট্যানারি মালিকদের কাছে বিক্রি করেন পশুর চামড়া। কিন্তু ট্যানারি মালিকদের কাছে পাওনা রয়েছে বিপুল অংকের টাকা। ফলে পুঁজি সংকটে পড়েছেন তারা। ব্যাংক থেকেও কোনো ঋণ পায় না কাঁচা চামড়া ব্যবসায়ীরা। এ অবস্থায় বিপর্যয়ের মুখে পড়েছেন তারা। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, খুলনার কাঁচা চামড়ার ব্যবসার নিয়ন্ত্রণ চলে গেছে ফড়িয়া ও কসাইদের কাছে।
এদিকে ব্যবসায়ী নেতারা খুলনার কাঁচা চামড়া ব্যবসায়ীদের কথা বিবেচনা করে দ্রুত সরকারি পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন। খুলনা নগরীর শেরে বাংলা রোড, খালিশপুর, দৌলতপুর ও ফুলবাড়িগেট এলাকায় চামড়া ব্যবসার প্রতিষ্ঠান রয়েছে ৩০টি।
কৃপ্র/খুপ্র/ কে আহমেদ/এম ইসলাম