কৃষি প্রতিক্ষণ ডেস্ক : কোরবানির ঈদে দাম স্থিতিশীল রাখতে আরও এক লাখ টন লবণ আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। পাশাপাশি মসলাসহ অন্যান্য নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে মাঠ পর্যায়ে কাজ করছে ৩ হাজার ২০০ মনিটরিং টিম। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালনা পর্ষদের বৈঠক শেষে এসব কথা জানান বাণিজ্যমন্ত্রী। টানা বৃষ্টিতে গত মৌসুমের মতো এবারও ব্যাহত হয়েছে লবণের আবাদ। এই সুযোগে কৃষকের কাছ থেকে সস্তায় কেনা লবণ বেশি দামে বাজারে ছাড়ছেন মজুতদারেরা। বাজারে কেজিপ্রতি লবণের দাম এখন ৪০ টাকার উপরে।
কোরবানির চামড়া সংরক্ষণে এরই মধ্যে ভারত ও মিয়ানমার থেকে আমদানি হয়েছে দেড় লাখ টন লবণ। ব্যবসায়ীদের শঙ্কার কথা মাথায় রেখে আরো এক মেট্রিক টন আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। মসলাসহ ঈদের অন্যান্য পণ্যের দাম সহনশীল রাখতেও কাজ করছে সরকার। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণে চলতি অর্থবছরে ৩ হাজার ২০০ মনিটরিং টিম কাজ করছে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী।
কৃপ্র/কে আহমেদ/এম ইসলাম