কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ চলতি বর্ষা মৌসুমের শুরু থেকে টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ায় আমনের চারা নষ্ট হয়ে গেছে। পিরোজপুরের কাউখালীতে জমে উঠেছে আমন চারার বিক্রির ভাসমান বাজার। কাউখালী শহরের দক্ষিণ বন্দর এলাকার চিরাপাড়া সেতুর কাছে সন্ধ্যা নদীর পাড়ে সপ্তাহের শুক্রবার ও সোমবার বসছে আমন চারার হাট। কৃষক ছুটছেন কাউখালীর ওই ভাসমান আমন চারার হাটে। কাউখালী অন্য এলাকার তুলনায় উচু বলে এখানে জলাবদ্ধতা তেমন নেই। ফলে বীজতলা নষ্ট হয়নি। এ কারণে অন্য এলাকার কৃষক আমন চারার সংকট কাটাতে কাউখালীর এ ভাসমান হাটে আসছেন। এখানে পিরোজপুর,বরগুনা,ঝালকাঠি ও বাগেহাটের কৃষক চারা কিনতে আসছেন।
কাউখালী উপজেলা কৃষি কর্মকর্তা আলী আজিম শরীফ বলেন, এবার উপকূলীয় অঞ্চলে আমন চারার সংকট চলছে। তবে কাউখালীতে এ সংকট নেই । এখানে এবার ভাল বীজ উৎপাদন করেছেন কৃষক। তাছাড়া এখানে বাণিজ্যিকভাবেই কৃষক আমন চারা উৎপাদন করছেন। ফলে কাউখালীতে গড়ে উঠেছে আমন ধান চারার ভাসমান হাট।
কৃপ্র/ এম ইসলাম