কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ জয়পুরহাট, সদর উপজেলায় ৩ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণপ্রাপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে সদর উপজেলা পরিষদের মুজিবুর রহমান ঢালী মিলনায়তনে এ বিতরণের আয়োজন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান হাসিবুল আলম লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রুস্তম আলী, সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু, বিকল্প উন্নয়ন সংস্থার সভাপতি দরবা মারান্ডি, প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে লক্ষ্মী রাণী ও কল্পনা পাহান প্রমুখ।
সেলাই মেশিন পেয়ে খুশি বলে জানালেন জলি রানী ও শেফালী রানী। প্রথম দিন ১৫ জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে সেলাই মেশিন প্রদান করা হলেও পর্যায়ক্রমে ৫০ জনকে এ মেশিন দেয়া হবে বলে সভায় জানানো হয়। পিছিয়ে পরা জনগোষ্ঠী হিসাবে চিহ্নিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মহিলাদের আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে ক্ষমতায় নিশ্চিত করার লক্ষ্য নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অর্থায়নে এ প্রকল্প বাস্তবায়ন করছে স্থানিয় বে-সরকারি সংগঠন ’বিকল্প উন্নয়ন সংস্থা’।
কৃপ্র/ এম ইসলাম