কৃষি প্রতিক্ষণ ঢাকাঃ সন্ধার পর মুষলধারার বর্ষণে রাজধানীর কোরবানির পশুর হাটগুলো কাদা পানিতে একাকার হয়ে গেছে। বেশকিছু হাটের সিংহভাগ জুড়ে পানি জমে আছে। এতে গবাদি পশুর মলমূত্র মিশে দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হাটে আনা গবাদিপশু রক্ষা করতে গিয়ে অনেকেই দফায় দফায় বৃষ্টিতে ভিজে জ্বরসহ নানা ব্যাধিতে আক্রান্ত হয়েছেন।
এদিকে, হাটে এসে ক্রেতারাও পদে পদে নানা ভোগান্তির মুখে পড়ছেন। বিশেষ করে যারা ঝুঁকি নিয়ে গরু কিনেছেন, তারা পড়েছেন মহাবিপাকে। বৃষ্টিতে ভিজে নিজ গন্তব্যে গরু নিয়ে যেতে তাদের কারো কারো নাভিশ্বাস ওঠে।
এদিকে গরু বিক্রেতারা হতাশ। তাদের ভাষ্য, ‘গরুর বাজার খুব খারাপ। পানির দরে গরু বিক্রি করতে হচ্ছে।’ ক্রেতা দাম বলবেন এটাই স্বাভাবিক। কিন্তু উল্টো বিক্রেতাই বলছেন, ‘ভাই গরুটা নেন।’ আজ সোমবার রাতে রাজধানীর গাবতলীর গরু হাটের চিত্র এটি। অনেক ব্যাপারীকে গরু ফিরিয়ে নিয়ে যেতে দেখা গেছে। তাঁরা বলছেন, ‘বাজার এত খারাপ হবে জানলে এলাকা থেকে এত কষ্ট করে গরু ঢাকায় আনতাম না।’
হেলাল ব্যাপারী কুষ্টিয়া থেকে এসেছেন গাবতলীর হাটে। বললেন, ১ লাখ ২০ হাজার টাকায় কেনা গরু বিক্রি করেছেন ৮০ হাজার টাকায়। ৪০ হাজার টাকা লস। তিনি দাবি করলেন, ৬০ হাজার টাকার গরু বিক্রি হচ্ছে ত্রিশে। বাজার এতই খারাপ।
কৃপ্র/ এম ইসলাম