কৃষি প্রতিক্ষণ যশোর : ঈদের পাঁচ দিন পেরিয়ে গেলেও তেমন জমে ওঠেনি চামড়ার বাজার। চামড়া কিনে কম দামে বিক্রি করায় লোকসানের মুখে পড়ছেন মৌসুমি ও খুচরা ব্যবসায়ীরা। এবার লবণের দাম বেশী হওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। আর চামড়ার বাজারের এই অবস্থার জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করছেন তারা। দেশের অন্যতম চামড়ার বাজার যশোরের রাজারহাট। ঈদ পরবর্তী সময়ে প্রতিবছরই এই বাজারে আনাগোনা বেড়ে যায় শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের।
কিন্তু এবারের চিত্রটা ভিন্ন। চামড়ার দেখা নেই বাজারে। যা উঠেছে তাও কম দামে বিক্রি করতে হচ্ছে বলে অভিযোগ খুচরা ব্যবসায়ীদের। চামড়ার বাজারের এই অবস্থার জন্য ব্যবসায়ীদের সিন্ডিকেটকে দায়ী করলেন নাটোরের খুচরা ব্যবসায়ীরা । এদিকে লবনের দাম বেশি হওয়ায় চামড়া সংরক্ষণেও হিমশিম খেতে হচ্ছে বলে অভিযোগ ব্যবসায়ীদের।
ব্যবসায়ীদের আশঙ্কা, বাজারের এই অবস্থা থাকলে চামড়ার পাচার ঠেকানো সম্ভব নয়। আইনশৃঙ্খলাবাহিনীর দাবি, চামড়ার পাচার রোধে সতর্ক অবস্থানে আছেন তারা। দেশের অন্যতম এই শিল্পকে বাঁচাতে চামড়ার বাজারে সিন্ডিকেট রোধে সরকারের দ্রুত পদক্ষেপ দাবি সংশ্লিষ্টদের।
কৃপ্র/ কাজল/ কে আহমেদ