কৃষি প্রতিক্ষণ ভোলা : ভোলার মনপুরার মেঘনায় নদী থেকে ট্রলারসহ ১৫ জেলেকে অপহরণ করা হয়েছে । অপহৃত জেলে ট্রলারটি ছাড়িয়ে আনতে জলদস্যু সম্রাট আলাউদ্দিন বাহিনী জনপ্রতি ৫০ হাজার টাকা মুক্তিপণ দারি করেছে বলে আড়তদার ও পরিবার সূত্রে জানা গেছে। শনিবার রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে।
অপহৃতদের মধ্যে ১১ জনের নাম জানা গেছে। তারা হলেন- সুজন , জামাল , আলাউদ্দিন , শাহআলম , লোকমান , জাফর , সেলিম , ইলিয়াছ , জাহাঙ্গীর, শাহাবউদ্দিন ও আবদুল হাই।
জলদস্যুদের ধরতে হাতিয়া জোনের কোস্টগার্ড অভিযান অব্যাহত রেখেছেন বলে কোস্টগার্ড সূত্রে জানা গেছে। রবিবার সকাল ১০টা পর্যন্ত এখনও অপহৃত জেলে ও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।
হাতিয়া জোনের কোস্টগার্ড প্রধান লেঃ কমান্ডার ওমর ফারুক জানান, খবর পেয়ে অপহৃত জেলে ও ট্রলারটি উদ্ধারে মেঘনায় অভিযান অব্যাহত রয়েছে। মনপুরা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন খান বলেন, বিষয়টি শুনেছি। তবে কতজন জেলেকে অপহরণ করা হয়েছে তার সঠিক তথ্য এখনো পাইনি।
রামনেওয়াজ ঘাটের মৎস্য আড়ত ও স্থানীয় আহত জেলে সূত্রে জানা যায়, প্রতিদিনকার ন্যায় তারা বদনার চর সংলগ্ন মেঘনা নদীতে ইলিশ মাছ ধরার জন্য জাল ফেলেন। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা হাতিয়ার জলদস্যু বাহিনীর প্রধান আলাউদ্দিন, কৃষ্ণ, রুবেল ও আরিফ বাহিনী জাগলার চর থেকে ট্রলার দিয়ে দেশীয় অস্ত্র ও ছড়াগুলি ছুড়ে জেলেদের চারিদিক থেকে ঘিরে ফেলে। পরে জলদস্যুরা তাদের জিম্মি করে হাতিয়ার দিকে গভীর জঙ্গলে নিয়ে যায়।
কৃপ্র/ ভোপ্র/ কে আহমেদ/ এম ইসলাম