কৃষি প্রতিক্ষণ ডেস্ক : মৌলভীবাজারে বাণিজ্যিকভাবে আনারস ও লেবু চাষের পাশাপাশি নাগা মরিচের চাষ করে লাভবান হচ্ছেন কৃষকেরা। দেশি চাহিদা মিটিয়ে এই মরিচ এখন যাচ্ছে বিদেশেও। তবে এবছর মরিচে ছত্রাকের আক্রমণ দেখা দেয়ায় শঙ্কিত তারা। আর এ মরিচের চাষ বৃদ্ধিতে সহযোগিতার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ।
পাহাড়ের ভাঁজে ভাঁজে সারি সারি আনারস আর লেবুর গাছ। তারই ফাঁকে সাথী ফসল হিসেবে নাগা মরিচের আবাদ করছেন মৌলভীবাজারের চাষিরা। জেলার সব উপজেলাতেই এ মরিচের চাষ হলেও পাহাড় ও টিলা বেষ্টিত শ্রীমঙ্গলে এর চাষ হয় বেশি।
প্রতিদিন অন্তত ১০ থেকে ১৫ লাখ টাকার মরিচ বিক্রি হচ্ছে জেলার আড়তগুলোতে। সুগন্ধি এ মরিচের চাহিদা রয়েছে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে। আর বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে তা যাচ্ছে বিদেশেও। লাভজনক হওয়ায় জেলায় নাগা মরিচের চাষ বাড়াতে সহযোগিতার আশ্বাস দিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. শাহজাহান।
কৃষি বিভাগের তথ্য মতে, এ বছর মৌলভীবাজারের ২০ হেক্টর জমিতে প্রায় ২০ মেট্রিক টন নাগা মরিচ উৎপাদন হয়েছে।
কৃপ্র/ কে আহমেদ/ এম ইসলাম