কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সোমবার টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।দীর্ঘ দিন পর এই নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে বংশাই নদীর আশপাশ এলাকার ৬ কিলোমিটার জুড়ে উৎসবের আমেজে পরিণত হয়। কয়েক লাখ দর্শনার্থীর এ নৌকা বাইচ উপভোগ করেন।
গ্রামীণ ঐহিত্য নৌকা বাইচকে ধরে রাখার জন্য মির্জাপুর উপজেলার লতিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন এবং মির্জাপুর পৌরসভার মেয়র মো. সাহাদত হোসেন সুমনের যৌথ উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
নৌকা বাইচ প্রতিযোগিতাকে ঘিরে গত কয়েক দিন ধরে মির্জাপুরে এক উৎসবের আমেজ বিরাজ করে। সোমবার সকাল থেকেই বংশাই নদীর আশপাশে এলাকা ও নদীর দু’পাশে বিভিন্ন এলাকা থেকে নারী পুরুষ অবস্থান নেয় এক নজর নৌকা বাইচ দেখার জন্য। প্রায় ৬ কিলোমিটার এলাকার নদীর পাশে এক জনসমুদ্রে পরিণত হয়।
সিরাজগঞ্জ,পাবনা,গাজীপুর, নাগরপুর, দেলদুয়ার, কালিয়াকৈর সহ বিভিন্ন এলাকা থেকে বিশাল বিশাল নৌকা এসে প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতায় উড়ন্ত বলাকা চ্যাম্পিয়ন, আল্লাহর দান প্রথম, মায়ের দোয়া ২য় এবং ফুলের তরি ৩য় স্থান লাভ করে।
কৃপ্র/ এম ইসলাম