কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের মনু নদীর ১০টি পয়েন্টে প্রতিরক্ষা বাঁধের ১০/১২ হাজার ফুট এলাকায় ভাঙন দেখা দিয়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে প্রতিরক্ষা বাঁধের প্রায় ৯০ শতাংশই ভেঙে গেছে। এ অবস্থায় জন প্রতিনিধি ও এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বাঁশ ও বালির বস্তা দিয়ে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে। খবর ইত্তেফাক অনলাইনের।
১০টি পয়েন্টের যেকোনো একটিতে পুরোপুরি ভাঙন দেখা দিলে এই ইউনিয়নের ১৭টি গ্রামের লক্ষাধিক মানুষ দুর্ভোগে পড়বে। এলাকাবাসী জরুরি ভিত্তিতে বাঁধ মেরামতের দাবি জানিয়েছেন। তবে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বরাদ্দ আসলেই কাজ শুরু হবে।
উজিরপুর গ্রামের সরকারি কর্মকর্তা আব্দুল গণি জানান, প্রতি বছরই ভাঙন কবলিত জায়গাগুলোতে কাজ করে পানি উন্নয়ন বোর্ড। ভাঙন এলাকায় সিডিউল অনুযায়ী ২০ ফুট বাঁশ বসানোর নিয়ম থাকলেও বসানো হয় মাত্রে আট/১০ ফুট। যে কারণে প্রতিবছরই ভাঙন আতঙ্কে থাকতে হয়ে।
টেংরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু খাঁন বলেন, ‘গত কয়েকদিনের বৃষ্টিতে হরিপাশা এলাকায় ছয় শ ফুট ভাঙন দেখা দিয়েছে। এছাড়া উজিরপুরে ভাঙন ঠেকাতে বাঁশ ও বালির বস্তা দিয়ে কাজ করা হচ্ছে। ’
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফয়জুর রব বলেন, মনু নদীর ২৯টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ। এসব পয়েন্টে কাজ করানোর জন্য বরাদ্দ চেয়ে সংশ্লিষ্ট দফতরে চিঠি পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে অতি ঝুঁকিপূর্ণ স্থানগুলো অগ্রাধিকার ভিত্তিতে মেরামত করা হবে।
কৃপ্র/ এম ইসলাম