কৃষি প্রতিক্ষণ ডেস্ক : অবশেষে কমতে শুরু করেছে কাঁচা মরিচের দাম। কদিন আগেও কেজিপ্রতি প্রায় ২শ ৪০ টাকায় বিক্রি হওয়া এ নিত্যপণ্যটি বর্তমানে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়।
বিক্রেতারা বলছেন, সররবরাহ বেড়ে যাওয়ায় দাম কমতে শুরু করেছে। এদিকে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও বেড়েছে খাসির মাংসের দাম। উৎসব এলেই ব্যবসায়িদের মধ্যে নিত্যপণ্যের দাম বাড়ানোর অসুস্থ প্রতিযোগিতা দেখা যায়।
এবারের কোরবানী ঈদেও বেশ কয়েকটি পণ্যের দামের ক্ষেত্রেও এমন চি্র লক্ষ্য করা গেছে। বিশেষ করে কাঁচা মরিচের ঝালের চেয়ে দামই বেশি ভুগিয়েছে ভোক্তাকে। গেল সপ্তাহে লাগামীন বেড়ে যায় রান্নায় ব্যবহ্নত অন্যতম এই পন্যটির দাম। এ ক’দিন প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হয় ২শ ৪০ থেকে ২শ ৮০ টাকা পর্যন্ত।
তবে সবাইকে ভুগিয়ে অবশেষে কমতে শুরু করেছে পণ্যটির দাম। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় বিভিন্ন মানের প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৫০ থেকে ৮০ টাকায়। এদিকে, গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও কেজিতে প্রায় ৫০ থেকে ৭০ টাকা বেড়ে খাসির মাংস বিক্রি হচ্ছে ৭শ টাকায়। তবে কমেছে বিভিন্নজাতের মাছের দাম। বড় মাপের ইলিশ বিক্রি হচ্ছে ৫শ ৫০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত।
আর মাঝারি আকারের প্রতি হালি ইলিশ বিক্রি হচ্ছে হাজার টাকায়। গত কয়েকদিনের তুলনায় দাম কিছুটা নিম্নমুখী হলেও তা সহনীয় নয় বলে বিস্তর অভিযোগ ক্রেতার। অবশ্য দামের দিক থেকে আলোচিত পণ্য চিনির দাম এখন অনেকটাই অপরিবর্তিত।
কৃপ্র/ কে আহমেদ/ এম ইসলাম