কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ গত কয়েক দিনের প্রবল বর্ষণ আর পাহাড়ী ঢলে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে গিয়ে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতু ডুবে গেছে। পর্যটকদের চলাচল নিরাপদ রাখতে এবং ঝুঁকি এড়াতে পর্যটন কর্তৃপক্ষ গত রবিবার বিকাল থেকে ঝুলন্ত সেতু পারাপারের পথ বন্ধ করে দিয়েছে।
রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সে পর্যটকদের বিনোদনের জন্য দুই পাহাড়ের মাঝখানে ১৯৮৪ সালের দিকে তৈরি করা হয় এ আকর্ষণীয় ঝুলন্ত সেতু। গত কয়েক দিনে টানা বর্ষণে উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসলে আকস্মিকভাবে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা অস্বাভাবিক বেড়ে যায়। ফলে রাঙ্গামাটির পর্যটন ঝুলন্ত সেতুর পাটাতন প্রায় এক ফুট পানির নিচে ডুবে যায়।
এ ব্যাপারে রাঙ্গামাটি পর্যটন কমপ্লেক্সের নির্বাহী কর্মকর্তা সাহাদাত্ হোসেন জানান, পানি কমে আসলেই সেতুটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে।
কৃপ্র/ এম ইসলাম