কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ছয়জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ছয়জন। মঙ্গলবার সকাল ৯টার দিকে দিরাই উপজেলার চাপতির হাওরে ও শাল্লা উপজেলার পাটামারা হাওরে মাছ ধরার সময় এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের কনাই মিয়ার ছেলে শামীম, আব্দুল হাসিমের ছেলে তফুর মিয়া ও টুক দিরাই গ্রামের শামরান হোসেন। শাল্লা উপজেলার সিহাইল গ্রামের আব্দুস ছালামের ছেলে হৃদয় মিয়া, আক্কাস আলীর ছেলে ইমন মিয়া ও হায়দার আলীর ছেলে শাইনাল মিয়া।
দিরাই থানার ওসি আব্দুল জলিল জানান, সকালে নৌকা নিয়ে মাটিয়াপুর গ্রামের পার্শ্ববর্তী চাপতির হাওরে মাছ ধরতে যান শামীম, তফুর মিয়াসহ ৭-৮ জন। মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে দুইজন মারা যান। এ সময় আহত হন পাঁচজন। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে, বজ্রপাতে একই সময় উপজেলার টুক দিরাই গ্রামে শামরান হোসেন নামে একজন মারা যান বলে জানান ওসি।
শাল্লা থানার ওসি বজলার রহমান জানান, শাল্লা উপজেলার সিহাইল গ্রামের পাশে পাটামারা হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজন মারা যায়। এ সময় মিয়া নামে অপর এক ব্যক্তিকে আশংকাজনক অবস্থায় আজমিরীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
কৃপ্র/ এম ইসলাম