কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ পাবনার সুজানগরে বন্যায় গাজনার বিলের প্রচণ্ড ঢেউয়ের তোড়ে উপজেলার সাতবাড়ীয়া-চিনাখড়া সড়ক মারাত্মভাবে ভেঙে গেছে। এতে এ সড়কে রিকশা ও ভ্যান ব্যতীত সকল প্রকার ভারি যানবাহন চলাচল বন্ধ রয়েছে।খবর ইত্তেফাক অনলাইনের।
জানা যায়, উপজেলার ঐতিহাসিক খাজনার বিলের ভেতর দিয়ে নির্মিত জনগুরুত্বপূর্ণ ওই সড়কটি ২০১০ সালে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অর্থায়নে প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে পাকা করা হয়।
প্রতিদিন সড়কটি দিয়ে সাতবাড়ীয়া এবং মানিকহাট ইউনিয়নের শত শত লোকজন মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশা এবং করিমনসহ বিভিন্ন যানবাহনযোগে ঢাকার সাথে যোগাযোগ রয়েছে। তাছাড়া ওই একমাত্র সড়ক দিয়ে চিনাখড়া, সাতবাড়ীয়া, মানিকহাট, খয়রান, গাবগাছি, কাকিয়ান, শ্যামনগর এবং ভাটপাড়াসহ ১০/১২টি গ্রামের লোকজন আশপাশের বিভিন্ন গ্রামে যাতায়াত করে। অথচ সাম্প্রতিক বন্যায় গাজনার বিলের প্রচণ্ড ঢেউয়ের তোড়ে সড়কটির বিভিন্ন জায়গা মারাত্মভাবে ভেঙে গেছে।
এতে সড়কটি দিয়ে ওই সকল যানবাহন চলাচল বন্ধ থাকায় জনসাধারণকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা প্রকৌশলীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, সড়কটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
কৃপ্র /এম ইসলাম