কৃষি প্রতিক্ষন ডেস্ক : ভালো ফলনের পরেও ন্যায্য মূল্য না পেয়ে বিপাকে পড়েছেন পঞ্চগড়ে ক্ষুদ্র ও মাঝারি চা-চাষির। ১শ’ কেজি চা-পাতা কেনা হয় ৫০ কেজির দরে বলে জানান তারা । তবে নতুন নতুন কারখানা গড়ে উঠলে ন্যায্য মূল্য পাবেন চাষিরা বলে জাণিয়েছেন চা-গবেষণা কেন্দ্রের এক কর্মকর্তা ।
ফোয়ারা দিয়ে পানি ছিটিয়ে সতেজ রাখার হয় চা-বাগান। সঠিক পরিচর্যায় বেড়ে উঠছে চায়ের পাতা। বাগান গুলো মনে হয় যেন সবুজ গালিচায় মোড়ানো । এখানকার বাম্পার ফলন হয়েছে আবহাওয়া অনুকূলে থাকায় । বিপাকে পড়েছেন চাষিরা কারণ পাচেছ না তাদের ন্যায্য দাম। তারা আরো জানান কারখানা মালিকদের কাছে ১শ’ কেজি চা-পাতা বিক্রি করতে হচ্ছে মাত্র ৫০ কেজির দরে । তাই উৎপাদন খরচ ওঠাতেই হিমশিম খেতে হচ্ছে তাদের।
তেঁতুলিয়া ” টি” কোম্পানি ব্যবস্থাপক মো. মনজুর আলম জানান, দর ওঠানামা করায় চা-পাতার দাম কিছুটা কম । এদিকে বাংলাদেশ চা গবেষণা কেন্দ্রের সিনিয়র ফার্ম অ্যাসিস্ট্যান্ট মো. জায়েদ ইমাম সিদ্দিকী বলছেন, ন্যায্য মূল্য পাবেন চাষিরা যদি কারখানা সংখ্যা বাড়ে । পঞ্চগড়ে প্রায় ২ হাজার হেক্টর জমিতে চায়ের আবাদ হয়েছে। এতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার মেট্রিক টন।
কৃপ্র/ জ ই মাসুদ/ কে আহমেদ/ এম ইসলাম