কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ পিরোজপুরের কাউখালীর সন্ধ্যা ও কচাঁ নদীতে অভিযান চালিয়ে ৪০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। জব্দকৃত জাল বুধবার বিকেলে পুড়িয়ে ফেলা হয়।
মৎস্য বিভাগ জানায়, বুধবার সকাল থেকে সন্ধ্যা ও কচাঁ নদীতে অভিযান চালায় উপজেলা মৎস্য বিভাগ। নদীতে মাছ ধরার সময় এবং নদী পাড়ের বিভিন্ন স্থান থেকে ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
এদিকে, জব্দ করা কারেন্ট জাল বুধবার বিকেলে কাউখালী থানার সামনে পোড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা, সহকারী মৎস্য কর্মকর্তা ফনি ভুষণ পাল প্রমুখ।
সূত্রঃ ইত্তেফাক/ কৃপ্র / এম ইসলাম