কৃষি প্রতিক্ষণ ডেস্ক : দেশের একমাত্র প্রাকৃতিক মৎস প্রজননক্ষেত্র হালদা নদী। যার গতি প্রকৃতি আর তীরবর্তী মানুষের জীবন প্রবাহের কাহিনী নিয়ে এবার তৈরি হচ্ছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। অভিনেতা তৌকির আহমেদ নতুন এই ছবির নির্মাতা। বুধবার রাতে যার মহরত হয়ে গেলো ঢাকায়। কিছুদিনের মধ্যে শুরু হবে ছবিটির শ্যূটিং। নদীর স্রোত কখনো থেমে থাকে না করে না কারো জন্য অপেক্ষা। নদী চলে তার আপন গতিতে।
একই নিয়মে চলে নদী পাড়ের মানুষের জীবনও। ঠিক একইভাবে চলছে হালদা নদীও। এই নদী যতটা শান্ত ততটাই যেন অস্থির। আর স্রোতের সাথে চলতে থাকে নদী পাড়ের মানুষের জীবনও। তীরবর্তী মানুষের জীবন প্রবাহের কাহিনী নিয়েই চলচ্চিত্র হালদা। হালদা নদীকে উপজীব্য করে নিজের পঞ্চম ছবি নির্মাণ করছেন তৌকির আহমেদ। মঙ্গলবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সিনেমাটির মহরত।
আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এ সময় আরো উপস্থিত ছিলেন ছবির কলা-কুশলীরাও। মূলত হালদা নদীতে নিষিক্ত ডিম সংগ্রহনের কাহিনীই তুলে ধরবেন পরিচালক তৌকীর আহমেদ। ছবিতে প্রথমবার একসাথে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় তিন তারকা জাহিদ হাসান, মোশারফ করিম আর তিশাকে। এরই মধ্যে শেষ হয়েছে ছবির ২৫ ভাগ শ্যুটিং। আগামি থেকে এর বাকি কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক তৌকীর আহমেদ।
কৃপ্র/ কে আহমেদ/এম ইসলাম