এম.এ ওয়াদুদ মিয়া, শরীয়তপুর: শরীয়তপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে কৃষকদের পূনবার্সন কর্মসূচীর আওতায় বন্যা এবং অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদেরকে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা শুরু করেছে। এতে জেলার ২ হাজার ৫শ জন ক্ষুদ্র এবং প্রান্তিক চাষীকে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হবে।
বুধবার দুপুর ১২ টায় শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে থেকে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ কার্যক্রম শুরুর মধ্যদিয়ে জেলার কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম বুধবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে। শরীয়তপুর সদর উপজেলার ৫২০ জন কৃষককে বিঘা প্রতি ১ কেজি বারি সরিষা-১৪ বীজ, ২০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিয়াউর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মোঃ মছির উদ্দিন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আবদুস সামাদসহ অন্যান্য কৃষি কর্মকর্তাবৃন্দ।
এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ কবির হোসেন বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অধীনে কৃষকদের পূনবার্সন কর্মসূচীর আওতায় বন্যা এবং অতি বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদেরকে সরকার বিনা মূল্যে সার ও বীজ বিতরণ শুরু করেছে। শুধু শরীয়তপুরেই নয়, জেলার ভেদরগঞ্জ উপজেলার ২৫০ জন, নড়িয়া উপজেলার ৫৭০ জন, জাজিরা উপজেলার ৫৩০ জন, ডামুড্যা উপজেলার ২৮০ জন এবং গোসাইরহাট উপজেলার ৩৫০ জন কৃষককে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হচ্ছে। আর এ কার্যক্রম আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে।
কৃপ্র / এম ইসলাম