কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ কুষ্টিয়ার মিরপুর উপজেলায় রাস্তার দুধারে তাল ও খেজুরের চারা রোপন কার্যক্রম শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সম্প্রতি এ চারা রোপন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন, যশোর অঞ্চল যশোরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চন্ডী দাস কুন্ডু। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদ, মিরপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, উপজেলা কৃষি সম্প্রসারন অফিসার কৃষিবিদ তৌফিক আহমেদ নূর ও সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার শাহজাহান আলী।
উপজেলা কৃষি অফিসার রমেশ চন্দ্র ঘোষ বলেন, উদ্বোধনী দিনে উদ্বুদ্ধকরণের মাধ্যমে উপজেলার বলিদাপাড়া ব্লকে কুষ্টিয়া – মেহেরপুর সড়কের দুইপাশে খেজুর ও তালের চারা রোপন করা হয়।
অন্যদিকে পোড়াদহ ইউনিয়নে গঙ্গা – কপোতাক্ষ খালের দুইপাশে খেজুর ও তালের চারা রোপন করা হয়। পর্যায়ক্রমে পৌরসভা ও ১৩ ইউনিয়নের মিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের দুইধারে পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশ বান্ধব তাল ও খেজুর চারা রোপন করা হবে।
তিনি আরো বলেন, রোপিত তাল ও খেজুরের চারা সঠিক পরিচর্া ও যথাযথ রক্ষণাবেক্ষণ করতে পারলে পরিবেশ বান্ধব ফলদ বৃক্ষ তাল ও খেজুর পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শরীরের পুষ্টি চাহিদা মেটাতে সক্ষম হবে।
সুত্রঃ বাসস/ কৃপ্র/ এম ইসলাম