কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা ইউনিয়নের লক্ষ্মীর হাট বাজারে দরিদ্র জনগণের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির উদ্বোধন করা হয়। শুক্রবার বেলা ১১টায় উপজেলা খাদ্য বিভাগ আয়োজিত চাল বিক্রি উদ্ধোধন অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার আলমগীর কবির সভাপতিত্ব করেন।
প্রধান অতিথির বক্তব্য রাখেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাসনাৎ জামান চৌধুরী জজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার লাকি, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আ স ম নুরুজ্জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আব্দুল মমিন সরকার, দেবীডুবা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক প্রমুখ। এ সময় ৬টি ইউনিয়নের ডিলার ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, সরকারের দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় দেবীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নে ১২ জন ডিলারের মাধ্যমে ৬ হাজার দরিদ্র কার্ডধারীকে ১০ টাকা কেজি দরে প্রতিমাসে ৩০ কেজি করে চাল দেয়া হবে।
কৃপ্র/ এম ইসলাম