কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ শরীয়তপুরে উন্নতমানের ধান, গম এবং পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শরীয়তপুরে দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টায় শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কক্ষে জেলার উপ সহকারী কৃষি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও বীজ ব্যবসায়দের দিনব্যাপী এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো: কবির হোসেন প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ উদ্বোধন করেন।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উন্নত মানের ধান, গম এবং পাটবীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের উপ পরিচালক সুরজিত সাহা রায় ও সিনিয়র মনিটরিং কর্মকর্তা মো: মাহবুবুর রহমান। ৩০ জন প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণে উন্নত মানের বীজ উৎপাদন, সংরক্ষণ, বিপনন, বিতরণ, নি¤œমানের বীজ চিহ্নিত করণসহ নানা বিষয়ে ব্যাপক ধারনা প্রদান করা হয়।
কৃপ্র/ এম ইসলাম