কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ দুই সপ্তাহ আগে পিরোজপুর জেলার ভান্ডরিয়ার উপজেলার পশারিবুনিয়া ও ইকড়ি গ্রামের খালে দুই ব্যক্তি দুটি ইলিশ মাছ পেয়েছিলেন। এবার পশারিবুনিয়া গ্রামে একটি বড় পুকুরে শনি ও রোববার দুই দিনে ২৭টি ইলিশ পেয়েছেন পুকুরের মালিক মিজানুর রহমান লাল মিয়া।
পুকুরে ইলিশ মাছ পাওয়ার সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে তা দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন। জানা গেছে ব্রিটিশ সরকারের আমলে বিশুদ্ধ পানির অভাব মিটাতে সরকার ভান্ডারিয়া উপজেলার ৫ নম্বর ধাওয়া ইউনিয়নের পুর্ব পশারিবুনিয়া মৌজায় একটি পুকুর খনন করা হয়। তবে স্বাধীনতার পর থেকে গ্রামে গভীর ও নলকুপ স্থাপন করলে বিশুদ্ধ পানির অভাব কিছুটা পুরণ হলে গ্রামের অধিকাংশ মানুষ এ পুকুরের পানি পান না করায় জেলা পরিষদ সেটিকে লিজ দিয়ে থাকে।
পুকুর এলাকার বাসিন্দা মৃত কাঞ্চন আলী মালের পুত্র মিজানুর রহমান লিজ নিয়ে মাছের চাষ করে আসছেন। শনি ও রোববার পুকুরে মাছ ধরতে গেলে মোট ২৭ ইলিশ মাছ ধরাপড়ে। মাছগুলো ৩ থেকে ৪ শ’ গ্রাম ওজনের বলে মিজানুর রহমান লাল জানিয়েছেন।
সুত্রঃ নায়া দিগন্ত অনলাইন/ কৃপ্র/ এম ইসলাম