কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ খুলনা বিশ্ববিদ্যালয় খেলার মাঠে সোমবার কৃষি ক্ষেত্রে ব্যবহারোপযোগী এক ড্রোনের পরীক্ষামূলক উড্ডয়ন সফল হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়ের ইলেট্রোনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিনের পক্ষ থেকে এই ড্রোনটি তৈরি করা হয়েছে। খবর বাসস।
সংশ্লিষ্ট ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. শামীম আহসানের তত্ত্বাবধানে ডিসিপ্লিনের মাস্টার্সের ছাত্র কাজী মাহমুদ হাসান এই ড্রোনটি তৈরি করেছেন। এটি প্রাথমিকভাবে ৮০ফুট উঁচু দিয়ে উড্ডয়ন করে এবং কিভাবে কৃষি জমিতে কীটনাশক ছিটাবে তা দেখানো হয়। এছাড়া উঁচুতে আম গাছে বা অন্যান্য ফলজ গাছেও প্রয়োজনে কীটনাশক ছিটাতে পারবে।
ড. মো. শামীম আহসান বলেন, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ড্রোনটি তৈরি ও উড্ডয়ন করা হয়েছে। ড্রোনের গতি ঘণ্টায় ৩৮ কিলোমিটার। প্রতি মিনিটে পাঁচ কাঠা জমিতে কীটনাশক ছিটাতে পারবে এ ড্রোন। ড্রোনের বিবরণ সম্পর্কে প্রধান তত্ত্বাবধায়ক বলেন, অটোনমাস মাল্টি-ফাংশনাল ড্রোন এটি। ড্রোনটি কীটনাশক স্প্রে, মনিটরিং/সারভেইল্যান্স, আবহাওয়া সংশ্লিষ্ট তথ্য সংগ্রহ করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে। এছাড়া এতে উচ্চ ক্ষমতা সম্পন্ন রোটেড ক্যামেরা সংযুক্ত করা সম্ভব হবে।
তিনি জানান, ৫ কেজি ওজনের ড্রোনটি একবারে ২৫ মিনিট উড়তে পারবে। এর সর্বোচ্চ উড্ডয়ন উচ্চতা ২০০ মিটার, যা ৩ লিটার কীটনাশক বহনে সক্ষম। এছাড়া কৃষির অন্যান্য কাজে কিভাবে ব্যবহার করা যাবে সে বিষয়ও ভেবে দেখা হচ্ছে। খুব শিগগীর এটির আনুষ্ঠানিক উড্ডয়ন উদ্বোধন করা হবে বলে জানান প্রকল্পের তত্ত্বাবধায়ক।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রকল্পের গবেষকদের এ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন।
কৃপ্র/ এম ইসলাম