কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ আজ সংসদে তরীকত ফেডারেশনের এম এ আউয়ালের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা পূরণকল্পে স্থানীয় উৎপাদনের পাশাপাশি আমদানি প্রয়োজন পড়ে। তিনি বলেন বাংলাদেশ চাল উৎপাদনে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।
সংসদে স্বতন্ত্র সদস্য মোঃ আব্দুল মতিনের এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন সরকার সাধারণ মানুষের কল্যাণার্থে বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও পরীবিক্ষণ করছে। মন্ত্রী বলেন, কোন অসাধু ব্যবসায়ী কোন প্রকার সুযোগ যাতে গ্রহণ করতে না পারে সেজন্য বাণিজ্য মন্ত্রণালয়ে গঠিত দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেল প্রাত্যহিক পরীবিক্ষণ করে থাকে। ফলে দীর্ঘদিন যাবত ভোক্তা সাধারণ সহনীয় মূল্যে অত্যাবশ্যকীয় পণ্য ক্রয় করতে পারছে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের কোন অসাধু ব্যবসায়ীমহল গড়ে উঠতে না পারে সে বিষয়ে কাজ করার জন্য সরকার ‘প্রতিযোগিতা কমিশন’ গঠন করছে।
তিনি বলেন, সরকারের নির্দেশে সারাদেশে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া বিভিন্ন এজেন্সীর প্রতিবেদনের ওপর ভিত্তি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়ে থাকে।
সরকারি দলের সদস্য আ ফ ম বাহাউদ্দিনের (নাছিম) অপর এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত সাড়ে সাত বছরে গড়ে দ্রব্যমূল্য শতকরা ৭ দশমিক ৮ ভাগ বৃদ্ধি পেয়েছে। তবে ২০১৫-১৬ অর্থবছরে এই বৃদ্ধির হার ছিল মাত্র শতকরা ৪ দশমিক ৯ ভাগ।