কৃষি প্রতিক্ষণ ডেস্কঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিগত অর্থবছরে ৩৪ হাজার ২৫৭ দশমিক ১৮ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পণ্য রপ্তানি করা হয়েছে।
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মোঃ হাবিবর রহমানের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমানে ১৯টি দেশে বাংলাদেশের ২১টি বাণিজ্য মিশন রয়েছে। মিশনগুলো হলো- ক্যানবেরা (অস্ট্রেরিয়া), ব্রাসেলস (বেলজিয়াম), অটোয়া (কানাডা), বেইজিং (চীন), প্যারিস (ফ্রান্স), জেনেভা (সুইজারল্যান্ড), বার্লিন (জার্মানী), নয়াদিল্লী (ভারত), কলকাতা (ভারত), তেহরান (ইরান), টোকিও (জাপান), ইয়াংগুন (মায়ানমার), কুয়ালালামপুর (মালয়েশিয়া), মস্কো (রাশিয়া ফেডারেশন), মাদ্রিদ (স্পেন), সিঙ্গাপুর, সিউল (দক্ষিণ কোরিয়া), ওয়াশিংটন ডিসি (যুক্তরাষ্ট্র), লসএঞ্জেলেস (যুক্তরাষ্ট্র), লন্ডন (যুক্তরাজ্য) এবং দুবাই (সংযুক্ত আরব আমিরাত)।
বাণিজ্যমন্ত্রী বলেন, বিগত অর্থবছরে ওই বাণিজ্য মিশনের তৎপরতায় বাংলাদেশ থেকে যে সকল পণ্য রপ্তানি করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য পণ্যগুলো হচ্ছে- নীট পোশাক, ওভেন গার্মেন্টস, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, হিমায়িত চিংড়ি, শুকনো খাবার, শাক সবজি, ফুলমূল, ঔষধ সামগ্রী, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, কার্পেট, টেরিটাওয়েল, পাদুকা, সিরামিক সামগ্রী, বাই সাইকেল, ইলেকট্রিক পণ্য, ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট, ফার্নিচার, জাহাজ ইত্যাদি।
সরকারি দলের সদস্য বেগম ফজিলাতুন নেসা বাপ্পি’র অপর এক প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, রপ্তানি বাণিজ্যে সাফল্যের স্বীকৃতির জন্য গত ৫টি অর্থবছরে ১৬০টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়েছে। এর মধ্যে স্বর্ণ ৭৩টি, রৌপ্য ৫২টি, বোঞ্জ ৩৫টি।
কৃপ্র/ এম ইসলাম